নায়েরগাঁও উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তরের নাউজান পশ্চিমপাড়া বাইতুন নুর জামে মসজিদ এর উন্নয়ন কাজ চলিতেছে বালু ভরাট এবং পিলারের কাজ শেষ। এখন আর্থিক সংকটের কারনে বাকি কাজ হচ্ছে না। তাই যদি কোন ব্যক্তি আল্লাহর ঘরের কাজে দান করতে এগিয়ে আসেন তাহলে তাদের মসজিদের কাজে গতিশীল আসবে ….
উল্লখ্য এখন যেই টিনের মসজিদ আসে প্রচুর বৃষ্টি হলে মসজিদের ভিতরে পানি ঢুকে তাই নামাজ আদায় করতে মুসুল্লিদের ব্যাঘাত ঘটে ।
মসজিদ কমিটির পক্ষ থেকে সকলের প্রতি আহব্বান এই মসজিদের কাজে যে যা পারেন তা দিয়ে একটু সহয়তা করেন ।
মোঃ আলমগীর হোসেন ..A/c….2576101079497 পূবালী ব্যংক …নায়ের গাঁও বাজার শাখা মতলব দক্ষিণ… টাকা পাঠিয়ে 01927337691 এই নাম্বারে ফোন জানিয়ে দেবার অনুরোদ করা হলো।