একটি জরুরী ঘোষনা :
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মতলব পৌর এলাকায়, বিশেষ করে মতলব বাজার সংলগ্ন এলাকা,বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন জনসাধারণের করোনা ভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়াতে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির যৌথ সিদ্ধান্তক্রমে, মতলব বাজার নির্দিষ্ট সময়ের( ৩জুন হতে ১৩ জুন পর্যন্ত )জন্য আগামীকাল সকাল ৮ টায় লকডাউন করা হবে।
সকল ব্যাবসায়ীদের তাদের দোকান গুছিয়ে ফেলার জন্য অনুরোধ করা হল।
বিশেষ দ্রষ্টব্য : মেডিসিনের দোকান লকডাউন এর আওতাভুক্ত থাকবে না।
ফাহমিদা হক
উপজেলা নির্বাহী অফিসার
মতলব দক্ষিণ, চাঁদপুর
ও
সভাপতি
উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।