চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের বাচ্ছু ব্রিকফিল্ড সংলগ্ন ইসলামপৃর গ্রামের জামাল হোসেনের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী নিশু আক্তার (১১) নানার বাড়িতে যেতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার সময় নিশুর মা বসতঘরের পাশেই পার্শ্ববর্তী আরেকটি ঘরে কাজে ব্যস্ত থাকা অবস্থায় নিশু বায়না ধরে নানার বাড়ি যাবে। মা তাতে রাজী না হয়ে ২/৪ দিন পর যাবার কথা বললে এতে করে নিশু জেদ ধরে বসত ঘরের বাঁশের আড়ীর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এক ঘন্টা পর নিশুর মা বসত ঘরে এসে মেয়ের এই দৃশ্য দেখতে পেয়ে আহাজারিতে মেতে উঠে। পরে কচুয়া থানার পুলিশ খবর পেয়ে রাত ৯টায় ওসি তদন্ত ইব্রাহিম খলিল সঙ্গীয় পোর্স নিয়ে সরজমিনে এসে নিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তেের জন্য চাঁদপৃর মর্গে প্রেরন করে।

এসময় উপস্থিত ছিলেন-স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান ও কচৃয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সোহাগ উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। নিশুর লাশ একনজর দেখার জন্য এলাকার নারী পুরুষ ভিড় জমায়।