…………..
স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের কচুয়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোবারক হোসেন কালু (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বিকালে উপজেলার শাসনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনার দিন বিকালে অভিযুক্ত মোবারক হোসেন ওরফে বৃদ্ধ কালু মিয়া একই গ্রামের জসিম উদ্দিনের শিশু কন্যাকে তার জমির ঢেড়শ তুলার কথা বলে ফুসলিয়ে নিয়ে যায় এবং জোর পূর্বক ধর্ষন চেষ্টা করে। এসময় শিশুটি বৃদ্ধের হাত থেকে পালিয়ে দৌড়ে বাড়ী এসে তার বাবা-মার কাছে বিষয়টি জানালে, স্থানীয়রা তা জানতে পেরে অভিযুক্ত ওই বৃদ্ধকে পাশ্ববর্তী এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে উত্তেজিত জনতা। তবে অভিযুক্ত ব্যক্তি মোবারক হোসেন নিজেকে নির্দোষ দাবী করেছেন।
কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্যাহ অলি জানান, শিশুকে ধর্ষন চেষ্টাকারী আটক বৃদ্ধকে জেলহাজতে প্রেরন করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কচুয়া থানায় মামলা হয়েছে। যার নং-১২।