গত বুধবার চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সফিবাদ গ্রামে কৌশলগত অভিযানে একটি বিষধর খোগড়া সাপ ধরা হয়।
এর আগে সাপটি বিভিন্ন সময়ে অনেক লোকজনকে ছোবল মারার চেষ্টা করে ব্যর্থ হয়। গ্রামের সাধারন জন গন সাপটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। সাধারন জনগণের অভিযোগের প্রেক্ষিতে জসিম উদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে একটি সাহসী টিম গতকাল মাগরিব নামাজের পর থেকে অভিযান চালায়। অভিযানের প্রথমেই বেতের ছাইয়াতে ব্যাঙ দিয়ে সাপটিকে ধরার চেষ্টা চালানো হয়। প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় বার একই কৌশল অবলম্বন করে শেষ পর্যন্ত ভোর রাতে বেতের ছাইয়ায় সাপটি ধরা পড়ে। অবশেষে গ্রামবাসী সকলের উপস্থিততে সাপটিকে মেরে সফল অভিযান শেষ করা হয়।