মানুষ মানুষের জন্য। অসহায় মানুষের পাশে দাড়াতে পারলেই নিজেকে একজন মানুষ হিসেবে গর্ববোধ করেন। তিনি হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। অসহায় মানুষের দুঃখের কথা শুনলেই ছুটে যান তিনি। নিয়ে যান সাধ্যানুযায়ী মৌসুমী ফল, তাৎক্ষণিক প্রদান করেন আর্থিক সহায়তা। গত ১৫ সেপ্টেম্বর মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের অসুস্থ্য চৌকিদার রঞ্জিত কুমার শীলকে। অসুস্থ্য রঞ্জিতের বাড়িতে উপস্থিত হয়ে খোজ খবর নেন তার শারীরিক অবস্থার। খোজ খবর নেন পুরো পরিবারের। দীর্ঘ প্রায় এক বছর যাবৎ চৌকিদার রণজিৎ কুমার শীল অসুস্থ্যতার কারনে মতলব দক্ষিণ থানায় সাপ্তাহিক হাজিরায় অনুপস্থিত রয়েছেন। বিষয়টি রঞ্জিতের সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন তিনি। জানা যায়, রঞ্জিত কুমার চৌকিদার দীর্ঘ প্রায় এক বছর যাবৎ লিভার সিরোসিস ক্যান্সারে ভুগছেন। বাড়ি থেকে বের হতে পারেন না। তার দুটি কন্যা রয়েছে। বিবাহের কাজও সম্পন্ন হয়েছে। এখন ঘরে শুধু স্বামী-স্ত্রী। তার চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। তার শারিরীক অবস্থা খুবই নাজুক। প্রতিমাসে রক্ত পরিবর্তন করতে হয়। করোনাকালীন সময়ে থেরাপি দেওয়াও সম্ভব হচ্ছে না। রক্ত পরিবর্তন করতে পারছে না। রঞ্জিতের অবস্থা সংকটাপন্ন। রঞ্জিতের খাবার শুধু মাল্টার জুস ও দুধ। এ অবস্থায় চলছে রঞ্জিতের পরিবার। থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ আরো জানান, রঞ্জিতের অবস্থা সংকটাপন্ন। তার আশু সুস্থ্যতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।