গত ২৩/০৯/২০১৯ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৪০ ঘটিকার সময় বিজ্ঞ যুগ্ম জেলা জজ জনাব শাহেদুল করিম এর ব্যক্তিগত সেলফোন 0PPO F3 মডেলের মোবাইল সেট চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর শহরস্থ ৪৩, স্টেডিয়াম রোডের জনাব কাজী সিরাজুল ইসলাম খান এর মালিকানাধীন কাউছার মঞ্জিল নামক ভবনের সামনে রাস্তায় গাড়ী থেকে দুইজন অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়।
পুলিশ সুপার জনাব মাহবুবুর রহমান পিপিএম-বার এর সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব রনজিত কুমার বড়ুয়া এর তত্ত্বাবধায়নে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মহিউদ্দিন, ডিবি, চাঁদপুর এবং এসআই/ অনুপ চক্রবর্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ১৯/০৭/২০২০ইং তারিখ রাত ০২.৫০ ঘটিকার সময় চাঁদপুর লঞ্চঘাটের সামনের মাঠ হতে আসামী মোহাম্মদ আলী তপাদার (২১), পিতা- খলিল তপাদার, মাতা- শাহানারা বেগম, সাং- মেরকাটিজ রোড (রানুর বাসার ভাড়াটিয়া), পুরান বাজার, থানা ও জেলা- চাঁদপুরকে গ্রেফতার করে তার হেফাজত হতে উক্ত ফোনসেটটি উদ্ধার পূর্বক জব্দনামা মূলে জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে।