অনলাইন ডেস্কঃ
নাম না করে প্রাক্তন প্রেমিককে খোঁচা মারতেও ছাড়েননি নেহা কক্কর। তিনি আরও লিখেছেন, ‘যারা আমার নামে বাজে কথা বলছেন তারা প্রত্যেকে মিথ্যাবাদী এবং আমায় দেখে হিংসা করেন। আমার নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চায়। তাই বলছি, আমার নাম আর ব্যবহার না করে নিজের কাজ করে জনপ্রিয় হও।’ এখানেই থেমে থাকেননি তিনি।নেহা আরও জানান, ‘যদি আমি নিজের মুখ খুলি…. আমি তোমার মা-বাবা ও বোনের কর্মকাণ্ড ফাঁস করে দেব। তারা আমাকে কী বলেছেন আমার সবকিছু মনে আছে। তোমার সাহস কী করে হয় আমার নাম ব্যবহার করার। আর দুনিয়ার সামনে বেচারা হওয়ার নাটকটা বন্ধ করো। আমাকে ভিলেন না বানিয়ে নিজের কাজ করো। সাবধান!!! আমার পরিবার থেকে দূরে থাকো।’
সূত্র : ফিল্মিবিট।