কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন্নাহার জানান, ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুসারে একই দিন সন্ধ্যায় কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচনের তফসিলের তথ্য জানানো হয়।
তফসিল অনুযায়ী ২৩ সেপ্টেম্বর ২০২০, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ সেপ্টেম্বর, ০৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২০ অক্টোবর ২০২০ দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে অনুষ্ঠিত দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর মোহাম্মদ আলী (অব.) নির্বাচনে জয়ী হয়ে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান, রোজিনা আক্তার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও আমান উল্লাহ এসডু ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।