মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর গরুর বাজারটি চাঁদপুর জেলার একটি ঐতিহ্যবাহী গরুর বাজার। মাস্ক পরিধান শতভাগ নিশ্চিত করার লক্ষে ৩০ জুলাই বাজারটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। তিনি বাজারে অনেক ক্রেতা বিক্রেতার সমাগম হওয়ায় সংক্রমণ ঝুঁকি এড়াতে মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বাজার কমিটিকে পরামর্শ দেন। বাজার কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এদিকে, মাস্কবিহীন অবস্থায় বাজারে প্রবেশ করায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে ৬ টি মামলায় ৬শত টাকা জরিমানা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম।