আপনি মতলব থেকে শ্রীরায়েরচর যাবেন খুব যত্নসহকারে আপনাকে শ্রীরায়েরচর স্টেশনে নামিয়ে দিয়ে আসবে। কিন্তু যখন আপনি দাউদকান্দি থেকে শ্রীরায়েরচর আসবেন তখন আপনাকে নামিয়ে দিবে ব্রিজের পূর্ব পাশ। মানে আপনার হাতে যত লাগেজ থাকুক না কেন আপনাকে হেঁটে হেঁটে পার হতে হবে শ্রীরায়েরচর ব্রিজ। তারপরে আপনি মতলবের বিভিন্ন গন্তব্যে যাবেন। ব্রিজটি উদ্বোধন হওয়ার পর থেকে এই বিড়ম্বনার শিকার হচ্ছে মতলব তথা চাঁদপুরবাসী। এ ব্যাপারে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে অনেক চেষ্টা তদবির হলেও কোন সমাধানে আসা যায় নি। জানিনা আর কতকাল এভাবে বিড়ম্বনার শিকার হতে হবে মতলবের সাধারণ যাত্রীদের।