কেয়ারগিভারস ইন্সটিটিউট অব বাংলাদেশ এর মাধ্যমে আমরা বাংলাদেশ এর প্রতিটি থানায় একটি করে ইন্সটিটিউট দিচ্ছি এবং প্রতিটি থানায় একজন চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ দেয়া হবে।যার বেতন হবে মাসে ৫০,০০০ টাকা এবং প্রতি শিক্ষার্থী থেকে সে পাবে ৩৫৬০ টাকা সার্ভিস চার্জ।
কেয়ারগিভারস ইন্সটিটিউট একটি শিক্ষা প্রতিষ্ঠান যা বাংলাদেশ কারিগরি শিক্ষার আওতাধীন একটি নতুন বিষয়।
কেয়ারগিভারস এর কোর্স ৬ মাস করার মাধ্যমে একজন শিক্ষার্থী নিশ্চিত চাকুরির সু্যোগ পাবে কারন ক্ষেত্রটা নতুন।
জাপান বাংলাদেশ থেকে ৬০০০০ কেয়ারগিভারস নিবে আগামী ৫ বছরে।যেখানে একজনও কেয়ারগিভার বাংলাদেশে নেই।
কেয়ারগিভারস এর কোর্স করতে একজন শিক্ষার্থীকে ৪০,০০০ টাকা কোর্স ফি দিতে হবে ৬ মাস কোর্সের জন্য।এই ৬ মাসে সে থিউরিকাল এবং প্র্যাক্টিকালি শিখবে–
ফার্স্ট এইড,ফিজিওথেরাপি, নিউট্রশন,ডিমেনশিয়া, হাউজ কিপিং, সাইকোলজি, অটিজম,নার্সিং এবং স্পোকেন ইংলিশ কোর্স।
জাপান ছাড়াও বাংলাদেশে বিভিন্ন সরকারি -বেসরকারি হাসপাতালে সহ বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রায় ৫০,০০০ এর উপরে কেয়ারগিভার এর চাহিদা রয়েছে,যাদের বেতন হবে সর্ব নিম্ন ৫০০০০ টাকা,এবং জাপান এ বেতন হবে সর্বনিম্ন ১,৩৫,০০০ টাকা।
এছারাও কানাডা, অস্ট্রেলিয়া সহ অনেক দেশে চাকুরির সুযোগ রয়েছে।এছাড়াও কেয়ারগিভারস এর ট্রেইনিং নিয়ে আমাদের প্রতিষ্ঠান এই নিশ্চিত চাকুরির সুযোগ করে দেয়া হবে।
সিইও প্রসঙ্গ-
আমরা প্রতি থানায় একজন করে বিজনেস পার্টনার নিচ্ছি যে ওই থানার হয় ৪৫ জন শিক্ষার্থীর অ্যাডভান্স (১৮লক্ষ)টাকা প্রদান করবে যা সে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে তার (১৮লক্ষ) কাছে ফেরত নিয়ে নিবে।তার সাথে চুক্তির সাথে সাথে আমরা তার থানায় ইন্সটিটিউট এর কার্যক্রম শুরু করবো।যেমন -অফিস,অফিস ভাড়া, অ্যাডভান্স,ফার্নিচার, টিচার, ল্যাব, ইন্সট্রুমেন্ট সহ সকল কিছু বহন করবো,এবং তার থানায় তাকে ২৪ জন স্টাফ দিবো যাদের বেতন সর্বনিম্ন ১২,০০০ টাকা হবে।এদের মধ্যে ১৬ জন মার্কেটিং কাউন্সিলর থাকবে যাদের টার্গেট থাকবে প্রতিদিন ৩০ টা করে বাসায় যাওয়া এই সম্বন্ধে তুলে ধরা এবং মাসে ৬ জন করে শিক্ষার্থী দেয়া।এতে করে সিইও এর জামানতকৃত ১৮ লক্ষ টাকা সিইও তুলে নিবে, এবং তার বেতন হবে ৫০০০০ টাকা এবং প্রতি স্টুডেন্ট থেকে সে ৩,৫৬০ টাকা সার্ভিস চার্জ প্রথম থেকেই চলতে থাকবে।
কেয়ারগিভারস ইন্সটিটিউট অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল বাসিদুল ইসলাম, বর্তমানে শহিদ মন্সুর আলি মেডিকেল কলেজের ডাইরেক্টর।
যোগাযোগ করুনঃ ০১৮৭২৫০০৯৭৩