মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর ফকির বাড়ীর গলাকাটা শামছুন নাহারের লাশ ২৯ অক্টোবর ময়না তদন্ত করা হয়েছে। এলাকায় শামছুন নাহারকে এক নজর দেখার জন্য শতশত মানুষ ভীড় জমাচ্ছে। বাইশপুর এলাকায় বইছে শোকের মাতম। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর শামছুন নাহারের ভাইয়ের ছেলে ফয়সাল আহম্মেদ পারভেজ জায়গা সম্পত্তির জের ধরে দিনের বেলা নিজ গৃহে ফুফুকে গলাকেটে হত্যা করে। পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ফয়সাল আহম্মেদ পারভেজকে তাৎক্ষনিক মুহুর্তে মতলব চেয়ারম্যান ঘাট থেকে আটক করে। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, এ ঘটনার সাথে জড়িত একই বাড়ীর বোরহান উদ্দিন ফকিরের ছেলে ফয়সাল আহম্মেদ পারভেজকে আটক করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।