জহিরুল হাসান মিন্টুঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নতুন করে আরো ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য
পাওয়া গেছে।এ নিয়ে মতলব উত্তর উপজেলায় ৪৬ করোনা
রোগী শনাক্ত হলো।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রেজানা গেছে, করোনা পরীক্ষার জন্য পাঠানো ২৭ নমুনার মধ্যে ১০ জনের করোনা পজেটিভ ও ১৭ জনের করোন নেগেটিভ রিপোর্ট এসেছে।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুশরাত জাহান মিথেন বলেন, আক্রান্তদেও বাড়ি লকডাউন করা হবে। তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে।