চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নাধীন বড়হলদিয়া গ্রামের সীমান্তবর্তী সড়ক এখন অস্তিত্ব সংকটে। প্রথমে দেখলে বোজার কোন উপায় নেই এটি একটি সড়ক। প্রায় ৭০ বছরের পুরনো সড়কের পার্শবর্তী জায়গা ধীরে ধীরে মালিকদের দখলে চলে যাচ্ছে। অথচ ৭০ বছরের পুরনো এই সড়কটি ছিল ১২নং ফরাজীকান্দি ইউনিয়ন ও ৯নং জহিরাবাদ ইউনিয়ন এর বন্ধন। ১৯৮৮ সালের বন্যায় সড়কটির পশ্চিমাংশে থাকা একটি ব্রীজ ডেবে তলিয়ে যায়। এরপর সড়কটি থাকলেও নতুন কোন বরাদ্ধ না পাওয়ায় হারিয়ে যেতে বসেছে সড়কটি। সড়ক ও জনপদ বিভাগের নকশায় থাকা ৩৫০ মিটার দৈর্ঘের সড়কটি আর কি দেখবে আলোর মুখ নাকি নিমজ্জিত হতে হতে দখলে গিয়ে হারিয়ে যাবে তার অস্তিত্ব?