চয়ন ঘোষঃ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় মহামারী করোনা পরিস্থিতিতে গত ১৩ আগস্ট বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি ও মাস্ক নিশ্চিত করার উপর ভ্র্যাম্যমান আদালতে একটি বিশেষ অভিজান পরিচালনা করা হয়।
অভিজান সূত্রে জানা যায় যে, মতলব পৌর এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করে চলাফেরা করা ও ভাইরাস প্রতিরোধক ফেইস মাস্ক ব্যবহার না করায় মতলব বাইপাস সড়কে অবস্থিত জিএফসি ও খাঁন কফি হাউজ ,মোটর সাইকেল আরোহী, দোকান মালিক, বাজারে আগত ক্রেতা, পথচারীসহ ১৩ জনকে মোট ৬ হাজার ৬ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিক অভিযানের বিষয়বস্তু বা পদক্ষেপ জানতে পেরে অনেকে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে অন্যত্র পালিয়ে যায়।
ভ্র্যাম্যমান আদালতে অভিজান পরিচালনা ও অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক সহকারি কমিশনার (ভূমি) নুশরাত শারমিন।
উক্ত অভিযানে সহযোগিতায় ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, মতলব দক্ষিণ থানার এ এস আই সবুজ ভূষণ সহ সঙ্গীয় ফোর্স।
বিজ্ঞ বিচারক সহকারি কমিশনার (ভূমি) নুশরাত শারমিন বলেন, স্বাস্থ্যবিধি অমান্য করা ও মাস্ক ব্যবহার না করায় সবাইকে অর্থদন্ড প্রদান করা হয়। ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। সবাই সচেতন হোন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
