মোল্লা হাবিবু রহমানঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের নতুন বাজারের আমির শপিং কমপ্লেক্স এর সকল দোকান ভাড়াটিয়ার এপ্রিল ২০২০ এক মাসের ভাড়া মওকুফ করেছে কমপ্লেক্স কর্তৃপক্ষ। কমপ্লেক্সটিতে বর্তমানে দোকান সংখ্যা রয়েছে অর্ধশতটি।
বর্তমান করোনা মহমারিতে সাড়া দেশের ন্যায় নতুন বাজারেও লকডাউন পালন করা হচ্ছে ফলে দোকান ভাড়াটিয়াদের তাদের ব্যবসা বন্ধ রাখতে হয়েছে।
মানবিক বিপর্যয়ের কথা বিবেচনা করে ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান কমপ্লেক্স কর্তৃপক্ষ জনাব সাইফুদ্দিন সরকার।
ভাড়া মওকুফ বিষয়ে তিনি আরো বলেন- তবে দেশের এই মহামারী যদি র্দীঘায়ু হয় তা হলে হয়তো ভাড়া মওকুফের বিষয়টি আরো বাড়তে পারে।