গতকাল ১৪-১১-২০ইং দুপুরে, ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর গ্রামের এক মসজিদের কাছ থেকে এই লোক মোটরসাইকেল চুরি করতে এসে হাতানাতে ধরা পরে।
পরে, জনতা তাকে মতলব উত্তর থানায় পুলিশের হেফাজতে দেন।
আশাবাদী, পুলিশ এই চোরের মাধ্যমে চক্রের অন্যান্যদেরও ধরতে সক্ষম হবে। বেশ কয়েকদিন দরে মতলবে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, ইজিবাইক অনেক চুরি হয়েছে। এর সাথে যারা জরিত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হউক। তাহলেই মতলবের সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে।