মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহামারী করোনা ভাইরাস থেকে জনগণকে স্বাস্থ্যবিধি সমূহ মেনে চলার জন্য সচেতন করার লক্ষ্যে জনসচেতনতামূলক মানববন্ধন ১৪ জুলাই অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহনের মাধ্যমে মানববন্ধন উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল, যুব উন্নয়ন অফিসার মোঃ ফারুক হোসেনসহ স্বেচ্ছাসেবকবৃন্দ।