স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নলুয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি মামলার মাসুদ (২৮) নামে এক আসামীকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গত ২৫ জুন রাত সাড়ে ৩টায় মতলব দক্ষিণ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ এর নেতৃত্বে নলুয়া গ্রাম থেকে ডাকাত মাসুদকে আটক করে। আটক মাসুদের পিতার নাম আব্দুর রাজ্জাক, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নুরপুর/দোল্লাই নবাবপুর গ্রামের বাসিন্দা। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত মাসুদকে আটক করা হয়েছে। পরে তাকে চাঁদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের রিমান্ডের আবেদন করা হয়েছে।