মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ঘোড়াধাড়ী গ্রামের আমতলী বাজার সংলগ্ন এলাকায় একটি ডিএসএলআর ক্যামেরাসহ আজাদ প্রধানিয়া নামে একজনকে আটক করা হয়েছে। গত ১০ জুলাই এমদাদ প্রধানীয়ার ডিএসএলআর ক্যামেরাটি চুরি হলে মতলব দক্ষিণ থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ অভিযান চালিয়ে ডিএসএলআর ক্যামেরাসহ আজাদ প্রধানিয়াকে আটক করা হয়। মামলার বাদী এমদাদ প্রধানিয়া জানান আসামী আজাদ প্রধানিয়া, জাহিদুল ইসলাম, ইউসুফ প্রকাশ, মোঃ ইব্রাহিম খান ও মোঃ কালু সঙ্গীয় দলবল নিয়ে আমার ডিএসএলআর ক্যামেরাটি নিয়ে যায় এবং বেদমভাবে মারধর করে। পরে আমি মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করি। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, এ ব্যাপারে থানায় মামলা হলে ডিএসএলআর ক্যামেরাসহ আজাদ প্রধানিয়াকে আটক করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।