মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের সওদাগর বাড়ী থেকে মাসুদ সওদাগর নামে এক মাদক ব্যবসায়ীকে ১শ ৫০ লিটার বিদেশী মদসহ আটক করা হয়। গত ১৮ সেপ্টেম্বর মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক দিদারুল আলম অভিযান চালিয়ে মাদকসহ মাসুদ সওদাগরকে আটক করা হয়। পরে তাদেরকে মতলব দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ জানান, মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাসুদ সওদাগরকে আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।