মোঃ রিফাত পাটোয়ারী
স্টাফ রিপোর্টার ঃ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজে বৃক্ষরোপন করা হয়। আজ ২৩ জুন মঙ্গলবার বেলা ১২টায় বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। কলেজ গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী মো. মফিজুল ইসলামের নির্দেশে ও সার্বিক সহযোগিতায় কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন, উপাধ্যক্ষ মো. মোসলে উদ্দিন, আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সপন মজুমদার, তাফাজ্জল হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক রোটা: শ্যামল চন্দ্র দাস, উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন, সহকারী অধ্যাপক রণজিৎ বসু, মো. সাইফুল ইসলাম, একেএম সাইফুল করিম, প্রভাষক মো. হাবীব উল্লাহ ভূঁইয়া, মো. জাহাঙ্গীর হোসেনসহ কলেজের কর্মচারীবৃন্দ।। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেন, আপনার বাড়ির আঙ্গীনায় ও প্রতিষ্ঠানের চারিদিকে একটি করে গাছ লাগান। গাছ আমাদের জীবনের ভবিষ্যত। একটি করে ফলদ ও বনজ গাছ লাগিয়ে আপনার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আজ সারাদেশে উন্নোয়নের জোয়ার বইছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় আজ বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলাদেশ মধ্যম আয়ের দেশে প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, প্রতিটি বাড়ির আঙ্গীনায় একটি করে গাছ লাগানোর জন্য। গাছ আমাদের জীবনের ভবিষ্যত।