বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষে এক সভা নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ১৬ সেপ্টেম্বর বেলা ১১টায় কাশিমপুর পূরন উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ রিফাত পাটোয়ারী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব সরকারী জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন খাঁন, দৈনিক চাঁদপুর দর্পনের বার্তা সম্পাদক ও মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. শ্যামল চন্দ্র দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাহের হোসেন, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদের সহ-সভাপতি কার্তিক সরকার, চাঁদপুর জেলা শাখার সভাপতি খোরশেদ আলম কাজল, সাধারন সম্পাদক মোঃ সুমন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মান্নান, মোঃ ফসিউল, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গোলাম মোস্তফা, সোহেল আরমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন এনামুল হক ও গীতা পাঠ করেন রাজন চন্দ্র। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানকে ফুল দিয়ে বরণ করেন জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ সুমন মিয়া। এছাড়াও বিশেষ অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দরা বলেন, সংগঠনের কোন বিকল্প নেই। আমাদের অধিকার আদায়ের জন্য তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদের কমিটি গঠন করেছি। আমাদের সাংগঠনিক কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করছি। পরে মতলব দক্ষিণ উপজেলা শাখার একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।