গত (১৮ জুন) বৃহস্পতিবার রাতে মতলব ফায়ার স্টেশনের সদস্যদের হাতে মাস্ক ও হ্যান্ড গ্লাভস উপহার প্রদান করেছেন। ইতিমধ্যেই মতলব ফায়ার স্টেশন করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মতলব দক্ষিণে কার্যকর ভূমিকা রেখে চলেছে। তাদের এই কার্যক্রমের স্পৃহা বাড়াতে মতলব দক্ষিণ থানার সুযোগ্য ওসি স্বপন কুমার আইচ তার ব্যক্তিগত অর্থায়নে মতলব ফায়ার স্টেশনের সকল সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, “প্রত্যেকেরই উচিত এভাবে অন্যের মঙ্গল কামনায় পাশে গিয়ে দাঁড়ানো।”