চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের দাসপাড়ায় প্রবীর বিশ্বাস নামে একজন বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, গত ১৬ জুলাই বৃহস্পতিবার। জানা যায়, প্রবীর বিশ্বাবাস মনের ক্ষোভে বিষপান করে নিজ বাসায় বমি করে অজ্ঞান হয়ে পড়ে। পরে প্রবীরের স্ত্রী শিল্পী রানী ঘটনাস্থলে এসে প্রবীরকে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর হাসপাতালে প্রেরণ করে। সেখানেই সে ওই দিন মৃত্যুবরণ করে। প্রবীরের স্ত্রী শিল্পী রানী চরনীলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর দুজন কন্যা সন্তান রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরেই প্রবীর মৃত্যু বরণ করেছে। পরে তার লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে।