গতকাল বৃহস্পতিবার চাঁদপুর মতলব দক্ষিন ৩ নং খাদের গাঁও ইউনিয়ন ত্রর ৪ নং ওয়ার্ড বেলতি খন্দকার বাড়ীর ওয়াহিদুজ্জামান করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরন করেন,
খবর পেয়ে ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর করোনা মৃক ব্যক্তির লাশ দাফন করে তাদের বাড়ি লাল কাপড় টানিয়ে লক ডাউন করেন।
পরে তাহাদের পরিবারের জন্য খাবার সামগ্রী নিয়ে হাজির হন চেয়ারম্যান নিজেই ত্রবং তিনি বলেন লকডাউন থাকা অবস্হায় তাহাদের পরিবারে কোন সমস্যা হলে যেন আমার সাথে যোগাযোগ
করেন। এমন মানবিক কাজের জন্য চেয়ারম্যান রিপন মীর জনগনের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন, তিনি জীবনের কথা না ভেবে ইতি পূর্বে ৩১ শে মে রাত ২ টার পরে করোনার উপসর্গ নিয়ে মৃত আরেক ব্যক্তির লাশ দাফন করেন নিজেই। এবং
সেই পরিবার বর্গদেরও খাবার দিয়ে আসেন।