মতলব ধনাগোদা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভেসাল জাল, কারেন্ট জাল, গড়া বা বানা উচ্ছেদ চায়নাচাই,ও চাই জব্দ।
চাঁদপুর জেলার মতলব দক্ষিণে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা মতে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর,মতলব দক্ষিণ এর যৌথ অভিযানে প্রায় ৪৭,০০০ মিটার কারেন্ট জাল, ৯টি চায়না চাই বা ম্যাজিক চাই, ১০টি কাঠি চাই, ১০টি বানা/গড়া অপসারণ করে ২৫পিছ বাঁশ জব্দ করা হয়।
এ সময় নদী হতে অবৈধ অবকাঠামো অপসারণ করা হয়।
অতঃপর জব্দকৃত সকল জিনিস আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মাছের অবাধ বিচরণ ও বেড়ে ওঠার জন্য মতলব এর ধনাগোদা নদী ও এর পার্শ্ববর্তী জলাশয়ে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
২৬ জুলাই মৎস্য সপ্তাহের ষষ্ঠ দিনে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) জনাব নুশরাত শারমীন।
পাশাপাশি অভিযান কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোসাঃ ফারহানা আকতার রুমা।
উক্ত অভিজানে উপস্থিত ছিলেন কার্য সহকারি চয়ন ঘোষ, উপাদী উত্তর ইউনিয়নেরর মৎস্য সম্প্রসারন প্রতিনিধি রিংকু কর্মকার, মতলব দক্ষিণ থানার এস আই মুহিউদ্দিন সহ সঙ্গীয় ফোর্স।