মতলব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমদ এর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে মতলব পৌর যুবলীগ। শুক্রবার (২২ জানুয়ারি) মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন বলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দুজনই করোনায় আক্রান্ত। সেই সাথে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের আশু রোগমুক্তি কামনায় পৌর যুবলীগের উদ্যোগে আজ এই আয়োজন।
মিলাদ ও দোয়া মাহফিলে মতলব পৌর যুবলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মতলব বাজার শাহী মসজিদের খতিব মাওলানা কবির আহমদ। মিলাদ শেষে ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় ।