মতলব প্রতিনিধি: মতলব পৌর যুবলীগের ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় মুন্সিরহাট বাজারস্থ সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্ধোধনী বক্তব্য রাখেন মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার।
সম্মেলনে মতলব পৌর যুবলীগের সদস্য ভিপি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঝন্টু দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য চন্দন সাহা, মতলব পৌর যুবলীগের সহ সভাপতি রিপন পাটোয়ারী, এ.কে.এম আজাদ, দেওয়ান মো: পারভেছ, মোঃ জাবেক হাসান সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হাজরা, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে 4 জন ও সাধারণ সম্পাদক পদে 6 জন প্রার্থীতা ঘোষণা করেন। প্রার্থীদের জীবন বিত্তান্ত পৌর যুবলীগের গ্রহণ করে গ্রহণ করেন এবং পরবর্তীতে জেলা যুবলীগের সাথে আলোচনা করে কমিটির ঘোষণা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।