রায়হান ইমরান স্টাফ রিপোর্টার ঃ সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার অপরাধে মতলব বাজারে অভিযান চালিয়ে ৬ দোকান মালিককে জরিমানা করা হয়েছে। ১০ জুন বেলা ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে ৬ দোকান মালিককে ১০ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত শারমীন। তিনি জানান, মহামারী করোনা ভাইরাসের কারনে লকডাউনকৃত মতলব বাজারে দোকান খোলার অপরাধে এই জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।