রায়হান ইমরানঃ রোটারী আন্তর্জাতিক ডিস্ট্রিক-৩২৮২ এর অন্তর্ভূক্ত মতলব রোটারী ক্লাবের ২০২০-২১ রোটারী বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ক্লাব কার্যালয়ে গত ১১ এপ্রিল বোর্ড সভায় সকলের সর্বসম্মতিক্রমে এ বোর্ড গঠন করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট রোটা. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় অংশগ্রহণ করেন চার্টার প্রেসিডেন্ট রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, আইপিপি রোটা. উপাধ্যক্ষ আফরোজা খাতুন, ভাইস প্রেসিডেন্ট গোলাম সারওয়ার সেলিম, সেক্রেটারী রোটা. শ্যামল চন্দ্র দাস, জয়েন্ট সেক্রেটারী রোটা. রেদওয়ান আহমেদ জাকির, ট্রেজারার রোটা. মনির হোসেন, সার্জেন্ট এট আর্মস রোটা. উত্তম কুমার ঘোষ, ডিরেক্টর রোটা.নুসরাত জাহান মিথেন, রোটা. ইফতেখার উদ্দিন কাদরী, রোটা.কিশোরকুমার ঘোষ, রোটা. আয়েশা সুলতানা প্রমুখ। বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে ২০২০-২০২১ রোটারী বর্ষের প্রেসিডেন্ট রোটা. আব্দুল হাই ও সেক্রেটারী রোটা. রেদওয়ান আহমেদ জাকির। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- আইপিপি রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেন, পিপি রোটা. উপাধ্যক্ষ আফরোজা খাতুন, সিপি ও পিপি রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. গোলাম সারওয়ার সেলিম, ভাইস প্রেসিডেন্ট রোটা. শ্যামল চন্দ্র দাস, জয়েন্ট সেক্রেটারী রোটা. ডা. নুসরাত জাহান মিথেন, ট্রেজারার রোটা. মনির হোসেন, সার্জেন্ট এট আর্মস রোটা. উত্তম কুমার ঘোষ, ডিরেক্টর- ক্লাব এডমিনিসট্রেশন ডিরেক্টর রোটা. নুর-ই-আলম, পাবলিক রিলেশন ডিরেক্টর রোটা. ডা. আয়েশা সুলতানা, ইউথ সার্ভিস ডিরেক্টর রোটা. কিশোর কুমার ঘোষ, ক্লাব সার্ভিস প্রজেক্ট ডিরেক্টর রোটা. ফারহানা আক্তার রুমা, কমিউনিটিসার্ভিস রোটা. হেদায়েত উল্লাহ, ক্লাব ট্রেইনার রোটা.হোসেন পিএজি ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার এমপি এইচ এফ.এমসি, বুলেটিন এডিটর- রোটা. ইফতেখার উদ্দিন কাদরী, সদস্য রোটা. আজিজুল হক, রোটা. এমএ আজিজ বাবুল, রোটা.ডা. মুহিবুর রহমান সাদাত। ২০২০-২০২১ রোটারীবর্ষের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা হলেন- সার্ভিস প্রজেক্ট চেয়ার রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান, রোটারী ফাউন্ডেশন চেয়ারম্যান রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মেম্বারশীপ চেয়ার- রোটা. আফরোজা খাতুন, ক্লাব এডমিনিসট্রেশান চেয়ার রোটা. গোলাম সারওয়ার সেলিম, পাবলিক রিলেশন রোটা. শ্যামল চন্দ্র দাস। এ কমিটি আগামী ১ জুলাই ’২০ অভিষেকের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন।