ইতিমধ্যেই রিয়াকে দু’বার জেরা করেছে ইডি! কিন্তু রিয়ার বয়ানে সন্তুষ্ট নয় তদন্তকারী দল। তৃতীয় বারের জেরায় মোক্ষম পদক্ষেপ করল ইডি! বাজেয়াপ্ত করা হল মোট চারটি মোবাইল ও সমস্ত রকমের গ্যাজেট।
সুশান্তের বান্ধবী রিয়ার সম্পত্তি এক বছরে দশ গুণ। কীভাবে হল? এটা কি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি? জোরকদমে তদন্ত শুরু করেছে ইডি। আয়কর দফতর সূত্রে পাওয়া তথ্য বলছে, এক বছরে রিয়ার সম্পত্তি বেড়েছে ১০ গুণ ৷ ২০১৭-১৮ আর্থিক বর্ষে মোট সম্পত্তি ছিল ৯৬ হাজার ২৮১ টাকা ৷ ২০১৮-১৯ আর্থিক বছরে প্রায় ১০ গুণ বেড়ে ৯ লক্ষ ৫ হাজার ৫৯৭ টাকা ৷
ইতিমধ্যেই রিয়াকে দু’বার জেরা করেছে ইডি! কিন্তু রিয়ার বয়ানে সন্তুষ্ট নয় তদন্তকারী দল। তৃতীয় বারের জেরায় মোক্ষম পদক্ষেপ করল ইডি! বাজেয়াপ্ত করা হল মোট চারটি মোবাইল। এরমধ্যে দুটি মোবাইল রিয়ার, একটি তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর ও আরেকটি রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী
ইতিমধ্যেই রিয়াকে দু’বার জেরা করেছে ইডি! কিন্তু রিয়ার বয়ানে সন্তুষ্ট নয় তদন্তকারী দল। তৃতীয় বারের জেরায় মোক্ষম পদক্ষেপ করল ইডি! বাজেয়াপ্ত করা হল মোট চারটি মোবাইল। এরমধ্যে দুটি মোবাইল রিয়ার, একটি তাঁর ভাই সৌভিক চক্রবর্তীর ও আরেকটি রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর। শুধু মোবাইল ফোনই নয়, বাজেয়াপ্ত করা হল রিয়া-সহ তাঁর পরিবারের ব্যবহৃত সমস্ত রকম গ্যাজেট। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি আই প্যাড ও একটি ল্যাপটপ। গ্যাজেটগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ইডি সূত্রে জানানো জানা গিয়েছে।
সোমবার টানা ১০ ঘণ্টা রিয়া, ভাই সৌভিক ও বাবাকে জেরা করেন ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মূলত জানতে চাইছে, কতবার সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে? কতগুলি ব্যাঙ্কে রিয়ার লকার আছে ? সুশান্তের দু’টি কোম্পানিতে রিয়া, সৌভিকের শেয়ার কত? সুশান্তের কোম্পানিতে রিয়ার বাবার ভূমিকা কী? এর আগে গত শুক্রবারও ১৮ ঘণ্টা জেরা করা হয় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে। ইডির অভিযোগ, তদন্তে সাহায্য করছেন না রিয়া। অনেক প্রশ্নের উত্তরেই বলছেন ‘ভুলে গিয়েছি’ বা ‘জানি না’!
ইডি খতিয়ে দেখছে, রিয়ার এই সম্পত্তি কি আয়ের সঙ্গে সঙ্গতিহীন? রিয়ার মাসে রোজগার ১.৫ লক্ষ ৷ তা হলে মুম্বইয়ে খারের মতো জায়গায় দামি সম্পত্তি কিনলেন কীভাবে? নভি মুম্বইয়ে সম্পত্তি কেনার টাকাই বা পেলেন কোথা থেকে? জেরা করা হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, বন্ধু সন্দীপ পিঠানিকেও। গত শুক্রবার, সোমবারের পর মঙ্গলবার তৃতীয়বার জেরা করা হল শ্রুতি ও সন্দীপকে। রিয়ার বিরুদ্ধে ওঠা টাকা নয়ছয়ের অভিযোগে সরাসরি মুখ না খুললেও শ্রুতি মোদি জানান, সুশান্তের সব সিদ্ধান্ত রিয়াই নিতেন।