শাহানাজকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করলেন ওসি স্বপন কুমার আইচ।
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইছাপুর মজুমদার বাড়ীর মোঃ সাজু মিয়ার মেয়ে শাহানাজ (১৩) কে উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গত ৬ মে সন্ধ্যা ৭টায় শাহানাজকে মতলব পৌরসভার পানির ট্যাংকি এলাকা থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ। তিনি জানান, শাহানাজ নামে মেয়েটি পানির ট্যাংকি এলাকায় ঘোরাঘুরি করছে। সে সঠিক জবাব দিতে না পারায় তাকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তথ্য নিয়ে জানা যায়, তার গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলায় ১২ নং দ্বাদশ ইউনিয়নের ইছাপুর গ্রামে। অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ ঐ রাতেই তাকে হাজীগঞ্জ নিয়ে গিয়ে ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম ও মেয়ের মা মিসেস নুরুন্নাহারের কাছে বুঝিয়ে দেন।