সন্ধান চায় শিশুটির পরিবার:
————————————-
দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকাপুর গ্রামের খানবাড়ির হেলাল উদ্দিনের পুত্র, তামজিদ খান (১২) কে খুঁজে পাচ্ছেনা তার পরিবার।
জানা যায়, আজ ১৪ মে ‘২০ বৃহস্পতিবার দুপুরে তামজিদ খান নিজ বাড়ি থেকে বের হয়। পরে দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে বাড়ি ফিরেনি। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। তাকে না পেয়ে তার পরিবার ভীষণ চিন্তিত।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিন্মে দেওয়া যে কোন নাম্বারে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন শিশুটির পরিবার।
যোগাযোগ: 01813281372, 01827520433।