Home জাতীয় মতলব দক্ষিণে গরুর বাজারে কেউ মানছে না স্বাস্থ্যবিধি

মতলব দক্ষিণে গরুর বাজারে কেউ মানছে না স্বাস্থ্যবিধি

200
0

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন হাটে শুরু হয়েছে কুরবানীর হাট। মতলবের নায়েরগাঁও উত্তর, দক্ষিণ নারায়নপুর বাজারমুন্সীর হাটউপাদী

কোরবানির পশুর হাটে ক্রেতা– বিক্রেতার ভীড়ে করোনা সংক্রমণ ঝুঁকি দেখা দিয়েছে।বাজারে আগত কেউ মানছে নাস্বাস্থ্যবিধি।

জানা যায়চাঁদপুর জেলার মধ্যে নারায়ণপুর গরুর হাট একটি ঐতিহাসিক হাট।গতকাল ২৬ জুলাই রবিবার হাটে দেখা গেছেবাজারে আগের মতো লোকজনের ভীড়।মহামারী করোনা ভাইরাস এর মধ্যে এভাবে অবাধে ঘুরে বেড়ানোর কারণেকরোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 পাঁচ দিন পরই পবিত্র ঈদুল আজহা। করোনা পরিস্থিতির মধ্যেও অনেক স্থানে কোরবানির গরুছাগলের হাট বসেছে।  রকমএকটি হাটে কয়েক হাজার গরু আনা হয়েছে বিক্রির জন্য। এসব গরুর চারপাশে কয়েক হাজার ক্রেতাবিক্রেতার জটলা।অনেকের মুখেই মাস্ক নেই। কেউই সামাজিক দূরত্ব মানছেন না।

এছাড়া ক্রেতাদের সঙ্গে বেশ কিছুসংখ্যক শিশুরও দেখা মেলে।  চিত্র আজ রবিবারের মুন্সীর হাট বাজারেও দেখা গেছে।

 বিষয়ে উপজেলা স্বাস্থ্য  পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব গোলাম কাওসারহিমেল বলেনকোরবানির পশুর হাটে ক্রেতাবিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।  ব্যাপারেবাজারগুলোতে তদারকি জোরদার করা হবে। তাছাড়া প্রশাষন  মাঠে নামছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here