দিগন্ত ডেস্ক: উইকেট রক্ষক ব্যাটসম্যান শফিকুল্লা শফিককে ৬ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২০১৯-২০ মৌসুমে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন তিনি। সিলেট থান্ডারের হয়ে গেল বিপিএল খেলেছেন তিনি।
২০১৮ সালের আফগানিস্তান প্রিমিয়ার লিগেও একই কান্ড ঘটানোর চেষ্টা করেছিলেন শফিক। রবিবার তাঁর বিরুদ্ধে আনা সবকটি অভিযোগ শিকার করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপরই এক প্রেস বিজ্ঞতিতে শাফাককে নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে দেশটির ক্রিকেট বোর্ড।